
স্টাফ রিপোর্টার: জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের নজরদারি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ জন্য তাদের প্রত্যেক সপ্তাহে একদিন থানায় গিয়ে পুলিশের কাছে হাজিরা দিতে হচ্ছে। আরএমপির বেলপুকুর থানায় গত জানুয়ারি থেকে এমন কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার বিকালে বেলপুকুর থানায় ৩২ জনের হাজিরা নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ নারীও ছিলেন। এরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে। বৃহস্পতিবার থানায় তাদের হাজিরা বইয়ে সই নেওয়া হয়েছে। যারা স্বাক্ষর করতে জানেন না, তাদের টিপসই নেওয়া হয়েছে। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার থানা এলাকার ৩৮ জনের বিরুদ্ধে মামলা আছে। এদের মধ্যে ৩৩ জন থানায় নিয়মিত হাজিরা দেন। এদের একজন বর্তমানে কারাগারে। জামিনে থাকা বাকি ৩২ জন...
Developed by BDITHOST