নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:৫০। ১৬ সেপ্টেম্বর, ২০২৫।

থানার ভেতরে এএসআইকে ছুরিকাঘাত

জুলাই ২৫, ২০২৫ ১০:৩৯
Link Copied!

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন আলী নামে এক পুলিশ সদস্যকে মাথায় ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যক্তি। তবে ওই পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয় ও অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।

আরও পড়ুনঃ  জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য: জামায়াত

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মহসিন আলী ওই থানায় সহকারী উপরিদর্শক (এএসআই) পদে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বরত এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে। পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে খুঁজে বের করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি

ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম গণমাধ্যমকে বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যরা ধারণা করছেন, আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। তাকে খোঁজা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।