
স্টাফ রিপোর্টার : চাকরি দশম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অন্যথায় একযোগে কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। নিজেদের ওপর চলা ‘বৈষম্যের প্রতিবাদে’ সোমবার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির’ আয়োজনে এই কর্মসূচিতে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। অনুষ্ঠানে রেজিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির (রিটস) কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, ‘ব্যক্তিগত স্বার্থে নয়, বরং রোগীদের কল্যাণে, স্বাস্থ্যসেবার স্বার্থে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি আমরা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের আধুনিক হাসপাতাল পর্যন্ত যারা রোগ নির্ণয়ের কাজ করেন, তারাই মেডিকেল টেকনোলজিস্ট। একজন রোগীর জীবন রক্ষায় যেমন সঠিক চিকিৎসা প্রয়োজন, সঠিক চিকিৎসার জন্য সঠিক...
Developed by BDITHOST