অনলাইন ডেস্ক : ম্যাচের ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হয় ৷ মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের সামিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন। জাপানিজ রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। দশজনের হংকংকে পেয়ে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের ৮৩ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন। এর আগে হংকংয়ের ৫০ হাজার দর্শকের সামনে ভালোই শুরু করেছিল হামজারা। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে ম্যাথিউ গোল করতে ভুল করেননি। তারিক কাজী একেবারে নিষ্প্রয়োজনেই ফাউল করেছেন। স্বাভাবিকভাবে ট্যাকল করার সুযোগ...
Developed by BDITHOST