ভারতের বিভিন্ন ব্যাংকে পড়ে আছে ৪৮ হাজার কোটিরও বেশি রুপি, যার কোনও দাবিদার নেই! দেশটির ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনও গ্রাহক ১০ বছর নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন না করেন, তা হলে সেই অ্যাকাউন্টে জমা টাকাকে বেওয়ারিশ ঘোষণা করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার। যে সব ব্যাংক অ্যাকাউন্টে কোনও রকম লেনদেন হয় না, সেই অ্যাকাউন্ট ‘ডরম্যান্ট’ বা নিষ্ক্রিয় হয়ে যায়। সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের বেওয়ারিশ টাকা রিজার্ভ ব্যাংকের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারেনেস ফান্ড (ডিইএএফ বা ডেফ)-এ জমা পড়ে। আরবিআইয়ের এক কর্মকর্তা বলেন, যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি বেওয়ারিশ টাকা জমা পড়েছে সেগুলি হলড়- তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, বিহার, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। আরবিআই জানিয়েছে, ব্যাকের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সচেতনতা অভিযান চালানো হয়েছে। কিন্তু তার পরেও...
Developed by BDITHOST