
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। আজ বৃহস্পতিবার ঈশ্বরদী রেলওয়ে লোকশেড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্টেশন প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় বক্তারা আগামী ২৭ আগস্টের মধ্যে মাইলেজ জটিলতা চূড়ান্ত করার জন্য সময়সীমা বেঁধে দেন। অন্যথায় পরদিন ২৮ আগস্ট থেকে অবিরাম কর্মবিরতি যেতে বাধ্য হবেন বলে ঘোষণা দেন। জানা যায়, রেলওয়ের রানিং কর্মচারীদের অবসরোত্তর ৭৫% মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় ১৬০ বছর যাবৎ চলমান রয়েছে। কিন্তু ২০২০ সালে রেলওয়ের কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অব পে-মাইলেজ টিএ খাতে নেওয়ার ফলে জটিলতা তৈরি হয়। এতে ২০২০ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজসহ পেনশন...
Developed by BDITHOST