নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৮:১৬। ১৫ মে, ২০২৫।

দামকুড়া স্কুলের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

নভেম্বর ২২, ২০২২ ৭:১০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাজদার রহমান সরকার।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ হোস্টেল ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। বিশেষ অতিথি এলাকার সকলের শিক্ষা গুরু হানিফ চৌধুরী, ৩ নং দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও সরকারের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহীন আলম, সিসিবিভিওর প্রতিনিধি নিরাবুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।