অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ বললে বিনা বাক্যব্যয়ে সবাই আইপিএলের নাম বলবে। কিন্তু গত দু’বছর ধরে জনপ্রিয় ক্রিকেট লিগটির দাম নিম্নমুখী! এমনটাই দাবি করা হয়েছে এক রিপোর্টে। গত দুই বছরে একধাক্কায় প্রায় ১১ শতাংশ কমেছে আইপিএলের মূল্য। কেন দাম নিম্নমুখী, রিপোর্টে তুলে ধরা হয়েছে তার সম্ভাব্য কারণও। ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির প্রকাশিত ‘বিয়ন্ড ২২ ইয়ার্ড-দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস, দ্য প্রাইস অফ রেগুলেশন’ শীর্ষক ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছর আইপিএলের মূল্য ৭৬১০০ কোটি রুপি। কিন্তু গতবছর এই অঙ্কটা ছিল ৮২৭০০ কোটি রুপি। ২০২৩ সালে ৯২৫০০ কোটি রুপি ছিল আইপিএলের মূল্য। অর্থাৎ গত দুই বছরে আইপিএলের মূল্য ১১ শতাংশ কমে গেছে। উইমেন্স প্রিমিয়ার লিগের মূল্যও ৫.৬ শতাংশ কমে গিয়ে ১২৭৫ কোটিতে দাঁড়িয়েছে। কেন জৌলুস হারাচ্ছে বিশ্বের ধনীতম...
Developed by BDITHOST