
স্টাফ রিপোর্টার: আপনাদের সাথে মতবিনিময় সভায় আমার কোনো বক্তব্যে নেই। আমি নির্বাচন করছি না। আমার বাবা নির্বাচন করছে। তবে, আমি আমার বাবার বার্তা পোঁছে দিতে এসেছি। তিনি গত নির্বাচনে বলেছিলেন ‘চলো বদলে দিই রাজশাহী’। বলার অপেক্ষা রাখে না, তিনি যা বলেছেন তা করে দেখিয়েছেন। এবারও তিনি বার্তা দিয়ে পাঠিয়েছেন। আমরা জানি বর্তমানে বৈশ্বিক অর্থনীতির চরম অবনতির ফলে আপনারা আর্থিক ভাবে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন। এর মূল সমস্যা আমরা মনে করি কর্মসংস্থান। আমার বাবা এ এইচ এম খায়রুজ্জামান লিটন আপনাদের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহন করেছে। এবারের নির্বাচনে আমরা সেই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যাবো। তিনি বলেছেন, উন্নয়ন দৃশ্যমান-এবার হবে কর্মসংস্থান। আমি আজ বাবার পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি, রাসিক নির্বাচনে এবারে নৌকা জয়ী হলে দরিদ্রতার অভিশাপ থেকে আপনাদের মুক্ত করা হবে।...
Developed by BDITHOST