অনলাইন ডেস্ক : জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দু’দিন বন্ধ থাকার পর ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একনম্বর ইউনিটে আজ পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২ টা থেকে একনম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর দুপুর ২ টা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। গত ২১ মে রাত একটায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের টিউব লিক হলে ১২৫ মেগাওয়াটের এক নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। দু’দিন বন্ধ থাকার পর মেরামত শেষে আজ শুক্রবার দুপুর ১২ টা থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, মেরামত শেষে আজ শুক্রবার দুপুর ১২ টা থেকে এক নম্বর ইউনিটটির বয়লারে ফায়ারিং শুরু করা হয়। শুক্রবার দুপুর দু'টা...
Developed by BDITHOST