
অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক গাড়িবোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডাঃ উমর নবী’র কাশ্মিরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে কাশ্মিরের পুলওয়ামায় অবস্থিত বাড়িটি বিস্ফোরকের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। উমরের বাড়ি ধ্বংসের জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, তদন্তকাজের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হর্য়েছে। গত ১০ নভেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ির চালকসহ ১৩ জন এবং আহত হন কমপক্ষে ৩০ জন। প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণকাণ্ডে ব্যবহৃত হুন্দাই আই ২০ গাড়িটির চালক ছিলেন উমর নবী। আরও...
Developed by BDITHOST