অনলাইন ডেস্ক : এক সময়ের ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন তিনি। বর্তমানে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তবে দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন আলোচিত এই অভিনেত্রী। করোনাকালীন সময়ের পর প্রথমবার ঢাকায় পা রাখলেন মোনালিসা। আর দেশে ফিরেই বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে কথা বলেছেন নিজের অভিনয়ে ফেরা প্রসঙ্গে। মোনালিসা, বলেন, ‘আমি দেশকে মিস করি। আমি জানি আমার যারা ভক্ত আছেন তারাও মিস করেন। তারা সব সময় পর্দায় আমাকে দেখতে চান। এ কারণেই দেশে আসা। আমার ইচ্ছে আছে, ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে অবশ্যই কিছু কাজ করব। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।’ এই অভিনেত্রী আরো বলেন, ‘একটা সময় আমি সবকিছু পেয়েছি। দর্শকদের কাছ থেকে সম্মান, ভালোবাসা সব...
Developed by BDITHOST