
অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ করেছে প্রোটিয়ারা। এর আগে তাদের সর্বশেষ জয়টি ছিল ২০০৭ সালে। রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চতুর্থ দিনে সকালের সেশনে ৪৪ রান তুলতেই বাকি ৬ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট শান মাসুদের দল। এতে জয়ের জন্য মাত্র ৬৮ রানের লক্ষ্য দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার। এই লক্ষ্য তারা করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করাম ৪২ ও রায়ান রিকেলটন ২৫ রানে অপরাজিত থাকেন তৃতীয় দিনে ৩৫ ওভার ব্যাট করেছে পাকিস্তান। বাবর আজম ৪৯ ও মোহাম্মদ রিজওয়ান...
Developed by BDITHOST