
অনলাইন ডেস্ক : আইপিএলের গত আসরে বাজে সময় কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। গতবার সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল তারা। এবার নতুন করে কোমর বেঁধে নামছে দলটি। তাই আগের কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে দিয়ে কোচিং দল ঢেলে সাজাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নরা। অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর ডোয়াইন ব্রাভো হয়েছেন মেন্টর। এবার সহকারী কোচ হিসেবে দুইবারের বিশ্বকাপ জয়ী শেন ওয়াটসনকে যুক্ত করল তারা। কলকাতার কোচিং স্টাফ দলে ওয়াটসনের সঙ্গে নতুন সংযোজন নিউজিল্যান্ড ফাস্ট বোলার টিম সাউদি। কলকাতার দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ওয়াটসন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা আনেক সম্মানের। কলকাতা ভক্তদের খেলার প্রতি ভালোবাসার প্রশংসা আমি সবসময় করি। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে সাহায্য করতে কোচিং গ্রুপ ও খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’...
Developed by BDITHOST