
পাবনা প্রতিনিধি : গণঅভ্যুত্থানের পর দুই দিনের রাষ্ট্রীয় সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে ৯টা ৪০ মিনিটে শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ছাড়া আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করার কথা রয়েছে রাষ্ট্রপতির। পরে তিনি নিজ বাস ভবনে কিছুসময় অবস্থান শেষে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। জানা গেছে, সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় এসেছেন মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি...
Developed by BDITHOST