স্টাফ রিপোর্টার: দুই দিনে ২৭৩ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। গত ২২ ও ২৩ নভেম্বর ব্যাংকের সকল শাখায় একযোগে ঋণ আদায় মহাক্যাম্প পরিচালনা করা হয়ভ এই মহাক্যাম্পে ১৪ হাজার ১০৮ জন গ্রাহকের কাছ থেকে ২৭৩ কোটি ৩০ লাখ টাকা বকেয়া ঋণ আদায় করা হয়। রোবাবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে। রাকাব জানায়, মোট আদায় করা বকেয়া ঋণের মধ্যে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ২৭ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ ১৯৮ কোটি ২২ লাখ টাকা, পুনঃতফশীলকৃত ঋণ ২১ কোটি ৯৪ লাখ টাকা, এক্সিট সুবিধার আওতায় প্রদানকৃত ঋণ এবং অন্যান্য ঋণ থেকে আদায় ২৫ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে রাজশাহী বিভাগ ১৫৪ কোটি ৯৭ লাখ, রংপুর বিভাগ ১১৭ কোটি ৬১...
Developed by BDITHOST