
অনলাইন ডেস্ক : সপ্তাহ দুয়েক আগে ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সব ঠিক থাকলে সেই মাঠেই আবার নারী ক্রিকেট ফিরতে যাচ্ছে। পরের বছর নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) জন্য যে দু’টি মাঠ বেছে নেওয়া হয়েছে তার একটি হল মুম্বাইয়ের এই স্টেডিয়াম। অপরটি বড়োদরার কোটাম্বি স্টেডিয়াম। আগামী বছর হবে ডব্লিউপিএলের চতুর্থ মৌসুম। এখনও হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে চালু হয়নি নারী আইপিএল খ্যাত এই প্রতিযোগিতা। গতবার তিনটি মাঠে খেলা হয়েছিল। কিন্তু আগামী আসরে দুটি মাঠে খেলা হবে। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নারী আইপিএলের প্রথম ভাগ হবে মুম্বাইয়ে, আর দ্বিতীয় ভাগ ও ফাইনাল হবে বাড়োদায়। সবঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি পর্দা উঠবে নারী আইপিএলের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি। বাড়োদায় খেলা শুরু...
Developed by BDITHOST