চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছরশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম জেলা পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অহনকলি গ্রামের অসিম তালুকদার প্রামাণিকের ছেলে। নিহত পুলিশ কর্মকর্তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী ইসলামপুর পুলিশ তদন্তকেন্দ্রের বাবুর্চি জাহির উদ্দিন (৬০) জানান, বেলা ১টার দিকে ইসলামপুর তদন্ত কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে হায়াত মোড়ের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নুরুল ইসলাম ও তিনি আহত হন। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলাম মারা যান। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহদাৎ হোসেন বলেন, ‘দ্রুতগতির একটি মোটরসাইকেল পুলিশ সদস্য নুরুল...
Developed by BDITHOST