
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বেসরকারী রয়্যাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডে জন্মের পরই দুই নবজাতক বাচ্চা গায়েব করে দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে নগরীর রাজপাড়া থানায় এ মামলা করেন সৈয়দা তামান্না আক্তার (২৯) নামের এই নারী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে আসছে, তামান্নার পেটে কোন বাচ্চাই ছিল না। যদিও গর্ভবতী থাকার সব ধরনের দাবিই করে আসছেন তামান্না। মামলায় তিনি দুজন চিকিৎসক, দুজন নার্স এবং বেসরকারী রয়্যাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে আসামি করেছেন। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে এ মামলা করা হয়েছে। তামান্না যে দুই চিকিৎসকের নাম আসামি হিসেবে উল্লেখ করেছেন তারা হলেন- রয়্যাল হাসপাতালের গাইনির চিকিৎসক নিশাত আনাম বর্ণা ও অ্যানেসথেসিওলজিস্ট মোহাম্মদ আলী রিমন। গর্ভধারণের পর থেকে ডা. নিশাতের কাছেই চিকিৎসা সেবা নিতেন বলে দাবি মামলার বাদী তামান্নার। তামান্নার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ...
Developed by BDITHOST