
অনলাইন ডেস্ক : রাজশাহী সিটি করপোরেশন ও সিলেট সিটি করপোরেশনে নগরপিতা নির্বাচনের দিন আজ বুধবার। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকালে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয় ভোট গ্রহণের সরঞ্জাম। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। এর আগের রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে সকালে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন কমিশনার আনিসুর রহমান। পরে তিনি সাংবাদিকদের জানান, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবারের সিটি কর্পোরেশন নির্বাচন হবে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাচনে ৭ স্তরের...
Developed by BDITHOST