নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ২:০৩। ১৩ সেপ্টেম্বর, ২০২৫।

‘দুপুর ১টার মধ্যে শেষ হবে জাকসু নির্বাচনের ভোট গণনা’

সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১১:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা টানা তৃতীয় দিনের মতো চলছে। ইতোমধ্যে ২১টি হলের মধ্যে ১৫টির ভোট গণনা সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশনের আশা, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার মধ্যেই বাকি ভোট গণনা শেষ হবে।

কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ১৫টি হলের গণনা শেষ হয়েছে। আশা করছি দুপুর ১টার মধ্যে বাকি হলগুলোর গণনাও শেষ হবে।

আরও পড়ুনঃ  চলন্ত ট্রেন থেকে লাফ দিলেন কারিশমা!

এর আগে শুক্রবার রাতে হল সংসদের ভোট গণনা শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, রাতের মধ্যেই জাকসু ও সব হল সংসদের ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানান, রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ মোট গ্রেপ্তার ১৫

এবারের নির্বাচনে ১১ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এর মধ্যে ছাত্রদের ১১টি হলে এবং ছাত্রীদের ১০টি হলে ভোটগ্রহণ হয়। প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়েছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছাত্রীদের ১০টি হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না, ৬৭টি পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মাত্র ২৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ  কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের: নেতানিয়াহু

শিক্ষার্থীরা এখন কেন্দ্রীয় সংসদের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।