সিলেট ব্যুরো : বিয়ানীবাজার থানার শেওলা সুতারকান্দি স্থলবন্দরের সমসাময়িক টিভি শেওলা সুতারকান্দি 'টিভি'র ২০২৫ সনের নতুন কমিটির এডমিন সদস্যদের চ্যানেল আইডি কার্ড বিতরণ ও শেওলা সুতারকান্দি 'টিভি'র পরিচিতিমূলক ১ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়:--অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা ও বিয়ানীবাজার উপজেলা শাখার,সাংবাদিকবৃন্দ,শিক্ষকবৃন্দ,বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্ বিয়ানীবাজার উপজেলা ও দুবাগ ইউনিয়ন শাখা,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা ও দুবাগ ইউনিয়ন শাখা এবং দুবাগ ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সদস্যবৃন্দসহ শেওলা সুতারকান্দি 'টিভি'র ২০২৫ সনের নতুন কার্যকরী কমিটির সদস্যবৃন্দ,উক্ত অনুষ্ঠানে শেওলা সুতারকান্দি 'টিভি'র এডমিন গ্রুপের দাওয়াতক্রমে দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল কাদির সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদ্বোধক ও প্রধান অতিথি সাংবাদিক এম এ রশীদ,সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা ও সিলেট বিভাগীয় ব্যুরোচীফ জাতীয় দৈনিক অর্থদৃষ্টি,স্টাফ রিপোর্টার জাতীয় অর্থনীতি,সহ সম্পাদক...
Developed by BDITHOST