
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর দুর্গাপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল করিম। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত রোববার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন আব্দুল করিম। এর আগে ঢাকার ধানমন্ডি থানার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,...
Developed by BDITHOST