
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর পৌরসভা এলাকায় অতিরিক্ত মুল্যে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। সুবিধাভোগী ভোক্তাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশী মূল্যে পন্য বিক্রির এই ঘটনাটি ঘটেছে গত বুধবার। এ ঘটনায় পৌর সদরসহ পুরো উপজেলায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সুবিধাভোগী ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ বিষয়টি মৌখিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন বলে জানা গেছে। এদিকে, ঘটনাটি ধামাচাঁপা দিতে এবং বিভিন্ন মহলকে ম্যানেজ করার নামে থানা মোড়ের এক ব্যবসায়ী সরকার নির্ধারিত টিসিবি ডিলারের কাছ থেকে ১৬ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। দুর্গাপুর পৌর কর্তৃপক্ষ ও পৌর এলাকার সুবিধাভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবি কার্ডধারী হতদরিদ্র ভোক্তা রয়েছে ৩ হাজার ২৩৮জন। প্রতিটি কার্ডধারী ভোক্তাদের জন্য জুলাই মাসে ৫ কেজি চাল,...
Developed by BDITHOST