নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:৩৯। ১২ নভেম্বর, ২০২৫।

দুর্গাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

সেপ্টেম্বর ৮, ২০২৩ ৩:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীর দুর্গাপুরেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০২৩ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, স্কাউটস সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় নিরক্ষরমুক্ত উপজেলা গড়তে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।