স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, ভেটেরিনারি সার্জন ডা. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রুবিনা খাতুন প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার ২২ জন উপকারভোগীকে দুটি করে মোট ৪৪টি ছাগল প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক উপকারভোগীকে ছাগল পালনের জন্য ঘর নির্মাণের উপকরণ হিসেবে ৪টি সিমেন্টের খুঁটি, ২টি টিন ও ৫টি ফ্লোর ম্যাট দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার এই সহায়তা প্রদান করছে। এসব ছাগল বিক্রি বা জবাই করা যাবে না। সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে ছাগলের বংশবৃদ্ধি করে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারবেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
