
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে এক গৃহস্থের গোয়ালঘর হতে ৩টি গরু চুরি হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী নামুপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়ির গোয়াল ঘর হতে এই গরুগুলো চুরি হয়। এই ঘটনায় গরুর মালিক নুরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দুর্গাপুর থানার জরুরি দায়িত্বে থাকা পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। তোফাজ্জল হোসেন জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে গরু তিনটিকে খড়কুটো খাওয়ার পর বাইরে থেকে ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রাখি। এরপর সাড়ে ১২ টার দিকে ঘুমাতে যায়। আমার বাবা প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায় করতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দিকে তাকায় গিয়ে দেখে গোয়ালে গরু নেই। আমার গোয়ালে একটি বড় গাভী, একটি বাছুর, একটি...
Developed by BDITHOST