
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন গৌরিহার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আক্কাস আলী। অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আব্দুল করিম। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া সকল দল ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম।
Developed by BDITHOST