
স্টাফ রিপোর্টার :রাজশাহীর দুর্গাপুর পৌর সদরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি পানানগর খাঁপাড়া গ্রামের আনছার আলী খাঁন (৭০)। তিনি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খাঁন ও কাঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ডক্টর সেলিম রেজা খাঁনের বড় ভাই। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আনছার আলী খাঁন বাড়ীর জন্য সবজি বাজার কেনার উদ্দেশ্যে দুর্গাপুর উপজেলা সদরের সিংগাহাটে আসেন। বাজার শেষে তিনি বাড়ি ফেরার জন্য সিংগাহাট হাট দুর্গাপুর ব্রীজ পার হওয়ার জন্য হেঁটে রওয়ানা দেন। সে সময় বিপরিত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত আহত আনছার আলীকে...
Developed by BDITHOST