মসিউর রহমান, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক ওয়ার্ড শাখা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পালশা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মনোনয়ন প্রত্যাশী লন্ডন প্রবাসী ব্যারিস্টার রেজাউল করিমের অনুসারীরা স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এর আগে সোমবার বিকেলে পালশা বিদ্যালয় মাঠে ব্যারিস্টার রেজাউল করিমের অনুসারীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম বলেন, ব্যারিস্টার রেজাউল করিমের...
Developed by BDITHOST