স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে মৎস্য ও পশুখাদ্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ৩০টি চায়না দুয়ারী রিং জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার আংরার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান ও থানার সহকারী উপ-পরিদর্শক রাজু প্রমুখ। অভিযানে আটককৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, অবৈধ রিং জাল ব্যবহারে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীরও ক্ষতি হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে, যাতে মৎস্য সম্পদ রক্ষা পায়।
তিনি আরও জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সকল জেলেদের আইনের প্রতি সচেতন হতে হবে এবং নিষিদ্ধ সময় মাছ ধরা ও নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।