নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:০১। ২১ মে, ২০২৫।

দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২০, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বাজুখলসি উত্তরপাড়া গ্রামে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় শুভ আহমেদ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুভ ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শুভ ছিলেন স্বভাবতই শান্ত প্রকৃতির, তবে হুটহাট রাগান্বিত ও অভিমানী হতেন। মাঝে মাঝেই তিনি আত্মমগ্ন হয়ে পড়তেন। পরিবারের সঙ্গে কোনো বড় ধরনের দ্বন্দ্ব না থাকলেও, ব্যক্তিগত বিষণ্নতা বা মানসিক চাপ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয়দের ধারণা।

আরও পড়ুনঃ  ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এলাকার এক বাসিন্দা ফসলের ক্ষেত দেখতে বের হলে গাছে ঝুলে থাকা শুভর নিথর দেহ দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় শুভর পরিবারকে এবং দুর্গাপুর থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  পাগলা নদীতে মিলল গলায় বস্তা বাঁধা লাশ

দুর্গাপুর থানার এস আই ইব্রাহিম হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শুভর মৃত্যুতে এলাকাসহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।