নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১:৪৯। ৮ আগস্ট, ২০২৫।

দুর্গাপুরে শিক্ষা-উন্নয়ন-মানবিকতায় জেলা প্রশাসক আফিয়া

আগস্ট ৭, ২০২৫ ১১:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে শিক্ষা, উন্নয়ন ও মানবিক কার্যক্রমে ভরপুর একটি ব্যতিক্রমধর্মী দিন কাটিয়েছেন জেলা প্রশাসক আফিয়া আখতার। শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি তিনি উদ্বোধন করেছেন ‘জ্ঞাণ পিঁড়ি’ নামের একটি গ্রন্থাগার। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় ভিক্ষুককে দিয়েছেন একটি দোকানঘর।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এরপর তিনি শুরু করেন দিনব্যাপী পরিদর্শন কর্মসূচি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় মুগ্ধ ফিফা যা লিখল

প্রথমে তিনি লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয়, দেবিপুর উচ্চ বিদ্যালয় ও বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এরপর দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার ঘুরে দেখেন জেলা প্রশাসক।

পরে পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও পরিদর্শন করেন তিনি।

দুপুরের পর উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ‘জ্ঞাণ পিঁড়ি’ নামের একটি গ্রন্থাগার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। একই সময়ে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় একজন ভিক্ষুককে পুনর্বাসনের অংশ হিসেবে একটি দোকানঘর হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “প্রতিটি উপজেলা নিয়মিতভাবে পরিদর্শনের লক্ষ্যেই আমরা মাঠে থাকি। আপনাদের দায়িত্ব হলো—সরকারি দপ্তরের সব কাজে আন্তরিকভাবে সহযোগিতা করা। উন্নয়ন ও মানবসেবার এই যাত্রায় সক্রিয় অংশগ্রহণ চাই সকলের।”

পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তিনি সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, পজীপ প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।