স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী দুর্গাপুরে সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবক সিএনজি গাড়ির যাত্রী ছিলেন। এছাড়াও আরও ৪ জন আহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর গ্রামে তাহেরপুর-কানপাড়া পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবক গুরুতর জখম হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আফজাল হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াচিন আলীর ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন, নিহত আফজাল হোসেনের চাচাতো ভাই মামুন (১৮)। দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯) ও সাদিকুল (২৩)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগমারার তাহেরপুর বাজার থেকে ছেড়ে আসা...
Developed by BDITHOST