স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিমানে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফিরোজ হোসেন (২০) নামের এক যুবক। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরোজ একটি স্ট্যাটাস দেয়। তাতে লেখা ছিলো ‘ভাই আমি শেষ হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল।’ বিনোদন মাধ্যম টিকটকে ফিরোজ স্ত্রীর সাথে একটি ছবি আপলোড দিয়ে স্ট্যাটাস দেয়, তোমায় আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর সারাজীবন বেসে যাবো, তুমি শুধু আমার থেকো, তোমার ফোনের অপেক্ষায় থাকবো।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের তিওরকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজ ওই গ্রামের শাহিন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বছর আগে খুলনার সোহরাব আলীর মেয়ে সুরাইয়ার (১৬) সঙ্গে ফিরোজের বিয়ে হয়। কিছুদিন আগে তাদের মধ্যে তালাক হয়। গত বুধবার রাতে মোবাইল ফোনে তাদের মধ্যে শেষবারের মতো কথোপকথন হয়।
বৃহস্পতিবার সকালে নিজ শয়নকক্ষে স্ত্রীর ওড়না দিয়েই বাঁশের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয় ফিরোজ। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালাকের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ফিরোজ। আজ (বৃহস্পতিবার) সকালে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।