
স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল প্রতীক) নির্বাচনী কার্যালয়ে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকরা দুর্গাপুর সদরে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬.০০ টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা বাজারে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দুর্গাপুর পৌর সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকরা। প্রত্যক্ষর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়ের ভিতরে ও বাহিরের চা স্টল গুলোতে অবস্থান করছিলেন। এ সময় চলন্ত মোটরসাইকেলে করে তিন যুবক এসে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের নির্বাচনী কার্যালয়ে হাত...
Developed by BDITHOST