নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৮:৪১। ১৩ আগস্ট, ২০২৫।

দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে হত্যা, গ্রেপ্তার ২

আগস্ট ১৩, ২০২৫ ৫:৩৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের যৌথ দল।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের ওমর ফারুক (৪২) ও গোপালপুর গ্রামের ফরহাদ কবির (২৫)। বুধবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন

র‌্যাব জানায়, গত ১৪ মে হোজা অনন্তকান্দি গ্রামে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।

আরও পড়ুনঃ  আসছে জাহের-সামান্থার ‘ফাঁকা আওয়াজ’

গত রোববার সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষরা লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান এবং গুরুতর জখম করেন। এ ঘটনায় হত্যা মামলার আসামি ওয়াজেদ আলী মারা যান।

আরও পড়ুনঃ  ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এ ঘটনায় আরেকটি হত্যা মামলা হয়। এ মামলার পলাতক ছিলেন আসামি ওমর ফারুক ও ফরহাদ কবির। তাদের গ্রেপ্তার করে দুর্গাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।