স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাজেদুর রহমান মিঠু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল। বুধবার (১৬ নভেম্বর) দুর্গাপুর পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১১টি কেন্দ্রে আওয়ামী লীগের সাজেদুর রহমান মিঠু (নৌকা প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল (জগ প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৬৯৪ ভোট। মোবাইল ফোন প্রতীকে ২৮২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোশারফ হোসেন। চতুর্থ হয়েছেন বিএনপি নেতা জিয়াউল হক রতন। তার প্রাপ্ত ভোট ১১৮। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চাইতে ৪ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়েছেন মিঠু। এই নির্বাচনে মোট ভোটার ছিলো ২১ হাজার ৮০৬। ভোট কাস্ট হয়েছে ১২ হাজার...
Developed by BDITHOST