স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে নব-নির্বাচিত মেয়র ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলা শাখা ও কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সদস্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। দুর্গাপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু তারকনাথ মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্গাপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র সাজেদুর রহমান মিঠু। জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ কুমার কবিরাজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিনয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু ও নব-নির্বাচিত নারী সদস্য সুলতানা পারভীন রিনা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক...
Developed by BDITHOST