
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম টানা ৮দিন বন্ধ থাকবে। পূজা উপলক্ষে সরকারি ছুটি ২ দিন, সাপ্তাহিক ছুটি ২ দিন এবং উভয় দেশের আমদানি-রফতানিকারকদের সমঝোতায় আরও ৪ দিন করে মোট ৮ দিন এই ছুটি নির্ধারিত হয়েছে। ফলে, ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু করে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দর দিয়ে কোন পণ্য আমদানি ও রফতানি করা হবে না। ৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় যথারীতি বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম চালু হবে। তবে, সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দূর্গাপূজাতে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে মোট...
Developed by BDITHOST