চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়”—এই প্রতিপাদ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর চারঘাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা হলরুমে গ্রীন ফোর্স বাংলাদেশ, চারঘাট উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আকবর হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান, এবং প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস. এম. হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স রাজশাহী বিভাগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, রাজশাহী জেলা কমিটির সভাপতি নুরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মিকাইল রহমান বলেন, “গ্রীন ফোর্স বাংলাদেশ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে...
Developed by BDITHOST