
গাজী শরীফা ইয়াছমিন : পাঁচ বছরের অরুণিমা। রিপন সাহেবের ছোট্ট মেয়ে। ইদানীং স্কুলে সে শব্দ বানান করে পড়তে শিখছে। এক শুক্রবার পত্রিকায় “দুর্নীতি” শব্দটি পড়ে বাবার কাছে জানতে চায় এর অর্থ কি। রিপন সাহেব একই সাথে অবাক ও অপ্রস্তুত হন। মেয়ের দিকে তাকিয়ে ভাবেন ‘দুর্নীতি’ শব্দটি কাজে ও ব্যাপকতায় এত গভীরভাবে জড়িয়ে গেছে যে এর উপস্থিতি ও প্রভাব সম্পর্কে কোনো ধরনের প্রশ্নের অবকাশ নেই। বর্তমান সময়ে দুর্নীতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তা দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু দুর্নীতিকে কখনোই স্বাভাবিক হতে দেওয়া যাবে না। এজন্য আমাদের দুর্নীতির পরিভাষা ও মাত্রা নির্ধারণ করার নিরিখ বিশ্লেষণ করতে হবে। সাধারণ অর্থে যে কোনো নীতি-বিগর্হিত কাজকেই দুর্নীতি বলা হয়। এক্ষেত্রে নীতি অর্থ সদর্থক মূল্যবোধ, যা একমাত্র বিবেকের কাছেই দায়বদ্ধ। প্রকৃতপক্ষে এই বিবেকনির্ভর মূল্যবোধ সমাজকে...
Developed by BDITHOST