
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: দুস্থ, অসহায় ও এতিমদের জন্য সৌদি আরব সরকারের অনুদান হিসেবে পাঠানো দুম্বার মাংস নিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দেখা দিয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ। বরাদ্দকৃত এসব মাংস দরিদ্রদের মধ্যে বিতরণের পরিবর্তে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে গত বুধবার (৫ নভেম্বর) সৌদি সরকারের পাঠানো মোট ১৯ কার্টন দুম্বার মাংস দুর্গাপুর উপজেলায় আসে। নির্দেশনা ছিল—এসব মাংস উপজেলার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করতে হবে। কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে, বরাদ্দ আসার পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গোপনে মাংস ভাগাভাগি করে নেওয়া হয়। একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, “সন্ধ্যার পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কয়েকজন কর্মকর্তা এসে মাংসের কার্টনগুলো ভাগ করে নেন। অল্প কিছু মাংস স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে দেওয়া...
Developed by BDITHOST