স্টাফ রিপোর্টার: বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আজ শনিবার। এই সমাবেশে যোগ দিতে রাজশাহী এসে পৌঁছেছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাবুর নিচে শুয়ে-বসে ও শ্লোগান দিয়ে সময় কাটাচ্ছেন তারা। আজ তারা সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শোনার অপেক্ষায় আছেন। গতকাল শুক্রবার দুপুরে ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে, সামিয়ানা টানিয়ে পুরো মাঠে নেতাকর্মীদের থাকার জন্য তাবু বানানো হয়েছে। সেখানে শুয়ে-বসে-ঘুমিয়ে সময় কাটাচ্ছেন অনেকে। কেউ কেউ অন্য জেলার নেতাকর্মীদের সঙ্গে গল্প করছেন। কেউ দিচ্ছেন শ্লোগান। ঈদগাহ মাঠে ঢুকতেই ডানপাশে পুকুরপাড়ে সারি সারি পাতিলে রান্না করতে দেখা যায়। একটা পাতিলে গরুর মাংস ধুয়ে রাখা ছিল। যারা রান্না করছিলেন তারা এসেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন জানান, দুটি গরু জবাই করে তারা মাংস...
Developed by BDITHOST