অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর প্রথমবারের মতো গণসংযোগ করছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পীর মাওলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দীর্ঘ দেড় যুগ পর নির্বাচনী প্রচারণায় নিজ এলাকায় পৌঁছেই মানুষের সান্নিধ্য নিতে ছুটে যান গ্রামীণ জনপদের পাড়াগাঁয়ে। তাকে একনজর দেখতে হাজারো মানুষের ভিড় জমে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন তিনি। প্রার্থী ঘোষণার পর প্রথমবার তিনি নিজের নির্বাচনী এলাকা সফর করছেন। ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়ায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন। ধানের শীষের পক্ষে জনসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।
এদিকে মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছেই ছুটে আসেন চকরিয়ায়। খুটাখালীর মরহুম পীর হাফেজ মাওলানা আব্দুল হাই (র.) এর কবর জিয়ারতের পর উপজেলার খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারী হাসিনার সরকার মানুষের ভোটের ও বাক-স্বাধীনতার অধিকার কেড়ে নিয়েছিল। মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য সৃষ্টি করেছিল। দেশকে লুটেপুটে খেয়ে সাধারণ মানুষের টাকা পাচার করে বিদেশে জমিয়েছিল। চকরিয়া-পেকুয়াসহ দেশের সর্বত্র ডাকাত লুটেরাদের রামরাজত্ব কায়েম করেছিল। তাই জনগণ আন্দোলন করে তাদের বিরুদ্ধে। এতেই সদলবলে হাসিনাকে পালাতে হয়েছে।
মঙ্গলবার গণসংযোগ ও পথসভায় সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ চকরিয়া ও পেকুয়ার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।-ইত্তেফাক
