
স্টাফ রিপোর্টার:দেশবরেণ্য ছয়জন গুণীজনকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে গ্রিন প্লাজায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান এবং শিক্ষাবিদ, নাট্যকার ও লেখক অধ্যাপক রতন সিদ্দিকী। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ অনুপস্থিত থাকায় তাঁর প্রতিনিধিকে উত্তরীয়, ক্রেস্ট ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। অন্য পাঁচ গুণীজনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এছাড়া তাঁদের উত্তরীয় পরিয়ে ক্রেস্ট ও সংবর্ধনা স্মারক তুলে দেন মেয়র। অনুষ্ঠানে সংবর্ধনা স্মারকপত্রের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।...
Developed by BDITHOST