নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৫:৪৬। ৮ মে, ২০২৫।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ‘সন্তোষজনক’ বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীসহ দেশজুড়ে একের পর এক খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পদত্যাগের দাবির মুখেও আজ সোমবার বিকেলে এ মন্তব্য করলেন উপদেষ্টা।

আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখে নাই ‘এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।

তিনি আরো বলেন, ‘এরকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক… যেহেতু আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম— আমরাও কোনো দিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলব, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাকটরি (সন্তোষজনক)। কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।