
নওগাঁ প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ৩ ঘণ্টা ঘুমান। বাকি ২১ ঘণ্টা তিনি ঘুমান না। রাত জেগে কাজ করেন। সারা দিন বসে বসে দেশের অর্থনীতির কথা ভাবেন। সাধারণ মানুষের কথা ভাবেন।’ সেতুমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনা বিদেশে আনন্দ করার জন্য যান না। সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন বাংলাদেশে সহযোগিতা আনার জন্য। অথচ তাঁর সফর নিয়ে ফখরুল যা ইচ্ছে তাই বলেন। মিথ্যাচার তাঁদের একমাত্র সম্পদ। মিথ্যাকে পুঁজি করে তাঁরা আজকে শেখ হাসিনার সমালোচনা করেন। তাঁকে ক্ষমতা থেকে হঠাতে চান।’ রোববার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল জলিলের স্মরণসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগ এই...
Developed by BDITHOST