জাহিদ মুন্সী,ফরিদপুর : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশের সব উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটের পুনর্মিলনী ও ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সদরপুর উপজেলায় ৮১ কিলোমিটার সড়ক, শেখ রাসেল স্টেডিয়াম, উপজেলা কমপ্লেক্স ভবন, শতভাগ বিদ্যুৎ প্রদান করেছেন। সবাই এ সরকারকে সহযোগিতা করলে সদরপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করা সহজ হবে। তিনি আরও বলেন, দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৪ তলা ভবন নির্মাণ হচ্ছে। অতি শীঘ্রই এ বিদ্যালয়ে ৪ তলা একটি ভবন নির্মাণ হবে। আজ এখানে এসে দেখতে পেলাম বড় বড় অবস্থানে চাকরি করছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিদ্যালয়ের...
Developed by BDITHOST