
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ১৭ কোটি মানুষ আজ সম্পদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি। শনিবার ২০২৩ রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া ইউনিয়নে পাচঁপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের জনসংখ্যাকে এক সময় বোঝা মনে করা হতো। আয়তনে ছোট একটি দেশ অথচ জনসংখ্যা অনেক বেশি।কিন্তুদেশের সতেরো কোটি মানুষ আজ মানবসম্পদে পরিণত হয়েছে।বর্তমানে যে অবস্থানে আমরা এসেছি এটা আমাদের কল্পনার বাইরে। তবে আমরা কল্পনা না করলেও কোনো এক সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিকল্পনা করেছিলেন। বাংলাদেশ ২০২৩ সালে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করা তিনটি দেশের একটি হবে উল্লেখ করে শাহ্রিয়ার আলম বলেন, এখন আর মানুষের মাঝে হাহাকার নেই। কারণ মানুষের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে,...
Developed by BDITHOST